অসুস্থ রানীর পাশে অনন্ত-বর্ষা
ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়ক অনন্ত জলিলের জনকল্যাণমূলক কাজের সঙ্গে সম্পৃক্ততা নতুন কিছু নয়। এরই ধারাবাহিকতায় ক্যানসারে আক্রান্ত এক কিশোরীকে আর্থিকভাবে সাহায্য করেছেন তিনি। পাশাপাশি মেয়েটিকে সাহায্য করার জন্য অন্যদের কাছেও অনুরোধ জানিয়েছে অনন্ত ও তার স্ত্রী চিত্রনায়িকা বর্ষা।
এ প্রসঙ্গে চিত্রনায়ক জলিলের মুখপাত্র সজীব বলেন, ‘অসুস্থ রানী আক্তারের চিকিৎসার জন্য তিনি আর্থিকভাবে সাহায্য করবেন।’
মহাখালী ক্যানসার হাসপাতালে চিকিৎসাধীন নুরজাহান বেগেমের দ্বিতীয় মেয়ে মোসাম্মৎ রানী আক্তার (১৯) পায়ুপথে টিউমারে আক্রান্ত। বর্তমানে টিউমারটি ক্যানসারে রূপ নিয়েছে।
এই কিশোরীকে সুস্থ করতে আরো ১২টি কেমোথেরাপি দিতে হবে, যার প্রতিটির খরচ হবে ২৭ হাজার টাকা।
অনন্ত জলিল তার অফিসিয়াল পেজের মাধ্যমে দুরারোগ্য রোগে আক্রান্ত এই রোগীর পাশে দাঁড়ানোর জন্য দেশের হৃদয়বান ও ধনাঢ্য ব্যক্তিবর্গের প্রতি বিনীত আহ্বান জানান। চিত্রনায়িকা বর্ষার পেজ থেকেও মেয়েটির জন্য সাহায্য চাওয়া হয়েছে।
মন্তব্য চালু নেই