অসহায়দের ফ্রি চিকিৎসা ও ঔষধ প্রদাণ করলো সিলেটের বিশ্বনাথ ইসলামী ব্যাংক

সিলেটের বিশ্বনাথে ইসলামী ব্যাংক লিমিটেডের উদ্যোগে পল্লী উন্নয়ন প্রকল্পের আওতায় কেন্দ্র প্রধানদের প্রশিক্ষণ কর্মসূচি ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) ইসলামী ব্যাংক ভবনে ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান মোঃ আবুল খায়ের এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও সিলেট জোন প্রধান ড. মাহমুদ আহমদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বক্তব্যে ড. আহমদ বলেন, ভালো সেবার পাশাপাশি গ্রাম বাংলা বিশেষ করে পল্লী অঞ্চলের উন্নয়ন এবং অসহায়দের সেবায়ও ইসলামী ব্যাংক গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছে।
তিনি সকল ব্যক্তি, প্রতিষ্ঠান এবং বিত্তবানদেরকে অসহায়দের পাশে দাড়াতে এ ধরনের সেবায় এগিয়ে আসার আহবান জানান।
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন আর.ডি.এস জোন অফিসার মোঃ দলিলুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন খাজাঞ্চী ইউনিয়ন চেয়ারম্যান নিজাম উদ্দিন সিদ্দিকী, বিশ্বনাথ উপজেলা ভাইস চেয়ারম্যান স্বপ্না শাহিন, ব্যাংকের এসভিপি ও সিলেট শাখা প্রধান ফরিদ আহমদ।
ব্যাংকের সিনিয়র ফিল্ড অফিসার আ.ন.ম নূর উল্লাহর পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রকল্প কর্মকর্তা মোঃ আজিজুর রহমান।
পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন ব্যাংকের সিনিয়র ফিল্ড অফিসার আব্দুস সামাদ আজাদ।
কেন্দ্র প্রধানদের মধ্যে বক্তব্য রাখেন রিনা বেগম, হালিমা বেগম, শাকেরা বেগম, সুলেমান আহমদ, রেজাউল করিম আনহার, হাবিবুর রহমান প্রমূখ।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও সিলেট জোন প্রধান ড. মাহমুদ আহমদ ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন।
অনুষ্ঠানে উপজেলার প্রায় অর্ধশতাধিক রোগীকে বিনামুল্যে চিকিৎসাসেবা ও ঔষধপত্র দেয়া হয়।

প্রেস বিজ্ঞপ্তি।



মন্তব্য চালু নেই