অশ্লীল সিনেমা বানিয়ে সমালোচনার মুখে প্রিয়াঙ্কা
বলিউডের পর হলিউড মাতাচ্ছেন সাবেক বিশ্বসুন্দরী প্রিয়াঙ্কা চোপরা। তবে সাফল্যমন্ডিত এ সময়েই বিতর্কের মুখে পড়তে হলো এই বলিউড তারকাকে। প্রিয়াঙ্কা নির্মিত প্রথম ছবি পড়েছে সমালোচনার মুখে।
শুক্রবার মুক্তি পায় ‘বাম বাম বোল রাহা হে কাশি’ নামের ভোজপুরি ভাষার ছবিটি। এর বিরুদ্ধে অভিযোগ ছবির বেশ কিছু সংলাপ ও দৃশ্য অশ্লীল।
জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিচালক নিতিন এন চন্দ্র তো প্রিয়াঙ্কাকে একহাত নিয়েছেন। তিনি বলেন, এই ছবির মাধ্যমে প্রিয়াঙ্কা পদ্মশ্রী পুরস্কারকে ‘কলঙ্কিত’ করেছে।
তিনি বলেন, ‘আমার মাতৃভাষা ভোজপুরি যেখানে অস্তিত্ব নিয়ে সঙ্কটে আছে সেখানে প্রিয়াঙ্কা এমন ছবি কিভাবে তৈরি করেন।
এছাড়া প্রিয়াঙ্কার সমালোচনা করেন কুনাল দত্তও। তিনি বলেন, ‘কি মনে করে আপনি এই ছবি বানিয়েছেন। আমার আসলে কিছু বলার নেই।’ প্রিয়াঙ্কা আসলে বিহারকে হতাশ করেছেন বলেও মন্তব্য করেনি তিনি।
মন্তব্য চালু নেই