অশ্লীলতার অভিযোগ থেকে মুক্তি পেল পরী মনির ছবি
পরী মনি অভিনীত ‘নগর মাস্তান’ ছবিটিকে অশ্লীলতার দায়ে নিষিদ্ধ করেছিল সেন্সর বোর্ড। প্রযোজকের আবেদনের প্রেক্ষিতে অশ্লীল দৃশ্যগুলো কেটে ফেলে পুনরায় জমা দেওয়ার সুযোগ দেওয়া হয়। এর প্রেক্ষিতে অশ্লীল দৃশ্যগুলো কেটে ফেলে আবারো ছবিটি সেন্সর বোর্ডে জমা দিলে ছবিটি পুনরায় দেখে সম্প্রতি ছাড়পত্র প্রদান করেছে সেন্সর বোর্ড।
ছবির পরিচালক রাকিবুল আলম রাকিব জানিয়েছেন, ‘ছবিটি নিয়ে বেশ চিন্তায় ছিলাম। ছবিটি সেন্সর ছাড়পত্র পাওয়ায় ছবিটি মুক্তি দিতে আর কোনো বাধা থাকলো না।’
পরী মনির বিপরীতে ছবিতে অভিনয় করেছেন জায়েদ খান, শাহরিয়াজ ও তিতান চৌধুরী। এ ছাড়া মিশা সওদাগর, আলীরাজ, রাফজান জানিসহ আরো অনেককে দেখা যাবে ছবিতে।
প্রসঙ্গত, এ বছরের ৫ ফেব্রুয়ারি সেন্সরবোর্ডে জমা দেয়া হয় ছবিটি। কিন্তু অশ্লীল দৃশ্য, রাজনৈতিক সংলাপ এবং অ্যাকশন দৃশ্য বেশি থাকার কারণে তখন সেন্সরবোর্ড ছাড়পত্র দেয়নি।
মন্তব্য চালু নেই