অশ্লীলতার অভিযোগে সানি লিওনকে পুলিশের তলব

অশ্লীলতার অভিযোগে বলিউড অভিনেত্রী তথা প্রাক্তন পর্ন স্টার সানি লিওনকে তলব লুধিয়ানা পুলিশের। এনজিও রক্ষা জ্যোতি ফাউন্ডেশনের অভিযোগের ভিত্তিতে সানি ও একটি কন্ডোম উত্পাদক সংস্থাকে তলব করেছে পুলিশ। ভারতীয় কয়কেটি গণমাধ্যম এমন খবর নিশ্চিত করেছে।

ওই এনজিও-র অভিযোগ, সানি লিওনের ওই কন্ডোমের বিজ্ঞাপন অশ্লীলতা ছড়াচ্ছে। গত বুধবার পুলিশ কমিশনার পরমরাজ সিং উমরানাঙ্গলের কাছে এই অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের তদন্তের ভার দেওয়া হয়েছে অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ (ট্রাফিক) রিচা অগ্নিহোত্রীকে।

তিনি সানি, সংশ্লিষ্ট কন্ডোম উত্পাদক সংস্থা ও বিজ্ঞাপন সংস্থাকে তলব করে তাদের বয়ান নথিভুক্ত করতে বলেছেন। এসিপি জানিয়েছেন, আগামী ২১ সেপ্টেম্বর সানি সহ অন্যান্যদের থানায় হাজিরা দিতে বলা হয়েছে।



মন্তব্য চালু নেই