অল্প বয়সে ব্রণ হওয়া ভবিষ্যতের জন্য ভাল, চাঞ্চল্যকর দাবি নতুন গবেষণায়
ব্রণ নিয়ে অনেকেই সমস্যায় ভোগেন। অনেকেই মনে করেন, ব্রণ-র দাগ ব্যক্তিত্ব কমিয়ে দেয়। কিন্তু নতুন গবেষণা যা দাবি করেছে তাতে ব্রণ হলেই ভাল। ব্রণ নিয়ে অনেক রকম ধারণা আছে সাধারণ মানুষের মধ্যে। এ নিয়ে অনেক ভুল ধারণাও রয়েছে। তবে এবার নতুন গবেষণা যে দাবি করেছে, তাতে ব্রণ সম্পর্কে অতীতের সব ধারণাই বদলে যাবে।
গবেষণা বলছে, অল্প বয়সে ব্রণ হলে তার সুফল মিলবে বয়সকালে। ব্রণ হলে পরবর্তীকালে মুখে বয়সের ছাপ দেরিতে পড়বে বলে দাবি করেছে এই গবেষণা। এমনকী চামড়ায় বয়সের ভাঁজ পড়বে দেরিতে। এই গবেষণা করেছে লন্ডনের কিংগস কলেজের বিজ্ঞানীরা। গবেষকদের বক্তব্য, যে চামড়ায় ব্রণ হয়েছে সেই চামড়ার কোষ বয়সের ছাপের সঙ্গে বেশি লড়াই করতে পারে।
গবেষকদের বক্তব্য, ক্রোমোজোমের মধ্যে যে টেলোমেয়ার থাকে তা কোষের বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে ভেঙে যায়। এর ফলে তৈরি হয় মৃত কোষ যা চামড়ায় ভাঁজ ফেলে। গবেষকদের বক্তব্য, যে চামড়ায় ব্রণ হয় সেখানে শরীরের অন্য অংশের তুলনায় টেলোমেয়ারের দৈর্ঘ্য বেশি হয়।
এই কারণেই নাকি কম বয়সে যাঁদের ব্রণ-র সমস্যা হয় তাঁদের বয়সের ছাপ দেরিতে পড়ে।-এবেলা
মন্তব্য চালু নেই