অল্প বয়সে পেকে যাচ্ছে চুল? জেনে রাখুন সমাধানের উপায়

আমরা মনে করে থাকি যখন বুড়ো হব তখন চুল পাকবে। কিন্ত আজকাল নারী কিংবা পুরুষ উভয়কেই দেখা যায় চুল নিয়ে খুব বিষণ্ণ। কারণ অল্প বয়সেই পেকে যাচ্ছে সমস্ত চুল। আর অকালেই চুল পেকে গেলে নিশ্চয়ই ভালো দেখায় না। তাই জেনে রাখুন এই সমস্যার সমাধানের উপায়।

যা করবেন

১। সপ্তাহে ৩ দিন মাইল্ড হার্বাল শ্যাম্পু দিয়ে ভালো করে চুল ধুয়ে নিন। অল্প শ্যাম্পুর সাথে বেশি করে পানি মিশিয়ে শ্যাম্পু করুন। শ্যাম্পু করার সময় অবশ্যই বেশি পানি দিয়ে চুল ধোবেন।

২। শ্যাম্পু করার আধঘন্টা আগে দুটেবল চামচ ভিনিগার স্কাল্পে হালকা হাতে ম্যাসেজ করুন। খুসকি থাকলে এই উপায়ে তা দূর হয়ে যাবে।

৩। আমলকী পাকা চুল প্রতিরোধ করে। তাই প্রতিদিন একটা আমলকীর রস একগ্লাস পানির সাথে মিশিয়ে খেলে উপকার পাবেন।

৪। হেনা পাউডার সাথে আমলকী মিশিয়েও চুলে লাগাতে পারেন। খুসকির সমস্যা দূর হবে, হেনা আপনার চুকে একটি লালচে বাদামি রং দিবে।

৫। একটি পাত্রে শুকনো কয়েকটি আমলকী ৩ কাপ পানি দিয়ে ভিজিয়ে রাখুন। পরদিন সকালে পানি থেকে আমলকীগুলো তুলে বেটে নিন। কিন্তু পানিটি ফেলে দেবেন না। হেনা পাউডারের সাথে আমলকী পেস্ট , ৪ চামচ লেবুর রস, সামান্য কফি, দুটো ডিম, দু চামচ নারকেল তেল, পরিমাণমতো আমলকীর পানি মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন।

৬। হেয়ার প্যাকটা ২/৩ ঘণ্টা রেখে তারপর চুলে লাগান। ২ ঘণ্টা রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন। ডাক্তারের পরামর্শ অনুযায়ী ভিটামিন বি কমপ্লেক্স ও ভিটামিন সি খেতে পারেন।

তথ্যঃ সানন্দা, রূপ বিশেষজ্ঞ শেহনাজ হুসেন



মন্তব্য চালু নেই