অল্পের জন্য রক্ষা দুই শতাধিক বিমান যাত্রীর

বড়ধরনের দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেল বাংলাদেশ বিমান। আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওমানের রাজধানী মাসকট যাচ্ছিল একটি ফ্লাইট। কিন্তু উড্ডয়নের ঠিক আগ মুহূর্তে দরজা খুলে পড়ে যাওয়ায় বাংলাদেশ বিমানের বোয়িং ৭৭৭ ফ্লাইটটি বাতিল করা হয়। বিমানটিতে দুই শতাধিক যাত্রী ছিলেন। উড্ডয়নের পর দরজা খুলে গেলে বড়ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আহসান নামে ওই বিমানের এক যাত্রী জানান, বিমানটি উড্ডয়নের আগেই দরজা খুলে পড়ে যায়। এ সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। পরে যাত্রা বাতিল করা হয়। যাত্রীরা সবাই নিরাপদে নেমে যেতে পেরেছেন।

এ ব্যাপারে বিমান কর্তৃপক্ষের সুস্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক শাহ আমানতের এক কর্মকর্তা জানান, যান্ত্রিক ত্রুটির কারণেই দরজা খুলে গেছে। যান্ত্রিক ত্রুটি সেরে ওই বিমানেই যাত্রীদের মাসকটে পাঠানো হবে বলে জানা গেছে।



মন্তব্য চালু নেই