অল্পের জন্য বেঁচে গেলেন অভিনেত্রী নোভা

সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন টিভি অভিনেত্রী নোভা ও তার স্বামী নাট্যনির্মাতা রায়হান খান। ২৯ জুন, সোমবার সকালে কুমিল্লা বিশ্বরোডে তাদের গাড়িটি সড়ক দুর্ঘটনার শিকার হয়। এ সময় অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেও গুরুতর আহত হয়েছেন নির্মাতা রায়হান খান, নোভার বড় বোন অন্তরা ফিরোজ ও ভাগনি প্রত্যাশা। এ ঘটনায় গাড়ি চালকের সহকারি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

এ প্রসঙ্গে নোভা বলেন, ‘আজ সকালে একটি ভাড়া করা গাড়িতে ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছিলাম। এ সময় গাড়িটি চালাচ্ছিলেন চালকের সহকারি। ভোর সোয়া চারটার দিকে একটি কাভার্ড ভ্যানকে ওভারটেক করতে গিয়ে আমাদের গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনাস্থলেই নিহত হন চালকের সহকারি। এ সময়গাড়ির চালক পালিয়ে যান।’

এ দিকে দুর্ঘটনার পরপরই আহতদের চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে রাজধানীর স্কয়ার হাসপাতালে তাদের স্থানান্তর করা হয়েছে।



মন্তব্য চালু নেই