‘অর্থের উৎস বন্ধ করতে পারলেই সহিংসতা বন্ধ হবে’

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, অর্থের উৎস বন্ধ করতে পারলেই সহিংসতা বন্ধ হয়ে যাবে। দেশে জঙ্গিবাদে অর্থের উৎস অনুসন্ধানে গঠিত টাস্কফোর্সের সভায় মন্ত্রী এসব কথা বলেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার বেলা ১১টায় শুরু হওয়া এই সভায় আমির হোসেন আমু সভাপতিত্ব করেন। সভাশেষে দুপুর পৌনে দুইটায় মন্ত্রী এসব কথা বলেন।

আমির হোসেন আমু বলেন, ‘অর্থের উৎস খোঁজার জন্য গোয়েন্দা সংস্থার সদস্যরা কাজ করছেন। ইতিমধ্যে বেশকিছু দাতার সন্ধানও পাওয়া গেছে, যা তদন্তসাপেক্ষ বলে এ মুহূর্তে বলা যাচ্ছে না। তবে চলমান সহিংসতায় যারা জড়িত, যারা পেট্রোলবোমা হামলা চালাচ্ছে, গাড়িতে আগুন দিচ্ছে তাদের সাথে ওই অর্থদাতাদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে।’

সভায় আমির হোসেন আমু ছাড়াও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান কামালসহ আইজিপি, র‌্যাবের ডিজি ও গোয়েন্দা সংস্থার সদস্যরা।



মন্তব্য চালু নেই