অর্থমন্ত্রী ও গভর্নরের পদত্যাগের দাবি বিএনপির

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ ফান্ডের প্রায় ৮শ কোটি টাকা লুটপাট হওয়ায় অর্থমন্ত্রী ও বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদত্যাগ দাবি করেছে বিএনপি।

শুক্রবার বিকেলে নয়াপল্টনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে দলটির দফতরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এ দাবি করেন।

তিনি বলেন, একের পর এক ব্যাংক থেকে জনগণের কষ্টের টাকা লুটপাট হয়ে যাচ্ছে। লোক দেখানো তদন্তের কারণে এসব ঘটনার পুনরাবৃত্তি ঘটছে।



মন্তব্য চালু নেই