অর্থমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে জাবিতে বিক্ষোভ মিছিল
শাহিনুর রহমান শাহিন: ‘স্নাতক পর্যায়ে শিক্ষার্থীদের টিউশন ফি পাঁচ গুণ বৃদ্ধি করা হবে’ অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের এমন বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট।
শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের অমর একুশের পাদদেশে সমাজতান্ত্রিত ছাত্রফ্রন্টের নের্তৃবৃন্দরা মিলিত হয় এবং একটি বিক্ষোভ মিছিল শুরু করেন। মিছিলটি অমর একুশে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে ডেইরি গেটে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
এ সময় সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নেতারা তাদের বক্তব্যে বলেন, শিক্ষা কোন পণ্য নয়। শিক্ষার মূল্য বৃদ্ধি করবেন। বর্ধিত ফি ছাত্র সমাজ দিবে না। অবিলম্বে টিউশন ফি পাঁচ গুণ বৃদ্ধির অর্থমন্ত্রীর এই উদ্ধ্যতমূলক বক্তব্যকে প্রত্যাখ্যান করতে হবে।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ও সাংস্কৃতিক জোটের নেতাকর্মীরা এবং সাধারন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য চালু নেই