অর্জুন রামপালের সঙ্গে সাকিবপত্নী শিশির
কয়েকদিন আগেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সাকিবের কলকাতা নাইট রাইডার্সের খেলা দেখতে ভারত গিয়েছিলেন সাকিব আল হাসানের স্ত্রী উম্মে শিশির। তখন থেকে পুরোটা সময় সাকিবের সঙ্গে ছিলেন শিশির। এ সময় বলিউড কিং শাহরুখ খান এবং জুহি চাওলার সাথেও দেখা করেন তিনি। এবার অর্জুন রামপালের সাথে তার দেখার করার ছবি পোস্ট করলেন শিশির।
কন্যা আলায়না হাসান অউব্রেকে সঙ্গে নিয়েই আইপিএল চলাকালীন সময়ে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন শিশির। সেরকমই এক অনুষ্ঠানে তার সঙ্গে দেখা হয়ে অর্জুনের সাথে। বলিউডের এই নায়কের সঙ্গে সেখানেই সেলফি তুলেন শিশির। মজার ব্যাপার হলো, শিশিরের ফোন দিয়ে অর্জুন নিজেই সেলফিটা তুললেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শিশির নিজেই সেই ছবিটা পোস্ট করলেন। ক্যাপশন দিলেন, ‘যখন অর্জুন রামপাল নিজেই আমার হয়ে সেলফি তুললো’
মন্তব্য চালু নেই