অর্জুনের সঙ্গে মাঝরাতে মালাইকা!

আরবাজ় খানের সঙ্গে বিচ্ছেদের খবর এখনও পুরোনো হয়নি। আর এর মধ্যেই আবার খবরে মালাইকা অরোরা খান। কয়েকদিন আগে মাঝরাতে অর্জুন কাপুরের সঙ্গে দেখা গেছে তাঁকে। জায়গাটা মালাইকার বাড়ির বাইরে।

শোনা গিয়েছিল, অর্জুন কাপুরের জন্যই নাকি সংসারে অশান্তি শুরু হয় মালাইকা-আরবাজ়ের। যদিও দু’পক্ষই এ খবর উড়িয়ে দেয়। তবে মালাইকার সঙ্গে দিন কয়েক আগে অর্জুন কাপুরকে দেখা যাওয়ার পর থেকে কথা শুরু হয়েছে আবার।

অবশ্য শোনা গেছে, মালাইকার বাড়িতে তখন সোফি চৌধুরী এবং আরও কিছু বন্ধু উপস্থিত ছিল। কিন্তু তা যদি হয়েও থাকে, যখন অর্জুন-মালাইকাকে দেখা যায়, তখন তাঁরা কেউ আশপাশে ছিলেন না।



মন্তব্য চালু নেই