অর্জুনের সঙ্গে প্রেম: অস্বীকার করলেন জ্যাকলিন!

বলিউড প্রতিদিনই নতুন খবর আর গুজবে ঠাসা থাকে। বিশেষ করে প্রেম-রোমান্সের খবর যেন বাতাসেরও আগে ছড়ায় বি-টাউনে। বলিউডে এখন সর্বশেষ গুজব ভাসছে, প্রেম করছেন অর্জুন কাপুর ও জ্যাকলিন ফার্নান্দেজ। তবে গুজব পাখা মেলার আগেই জ্যাকলিন সাফ জানিয়ে দিয়েছেন, অর্জুনের সঙ্গে প্রেম করছেন না তিনি। তবে এও জানিয়েছেন, তাঁরা অনেক পুরোনো বন্ধু।

ফিল্মফেয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে জ্যাকলিন বলেন, ‘এটা নিয়ে আজকেই অর্জুনের সঙ্গে কথা বলছিলাম। ও বলল, এটা নিয়ে আমার কথা বলা উচিত, নিজের অবস্থান স্পষ্ট করা উচিত। আমি মোটেও অর্জুনের সঙ্গে প্রেম করছি না। সোনমের (কাপুর) মতো অর্জুনও (কাপুর) আমার অনেক পুরোনো বন্ধু।’

আরো একটু বিস্তারিত জানিয়ে জ্যাকলিন বলেন, ‘যখন রণবীর কাপুর, বরুণ ধাওয়ান বা রণবীর সিং কারো সঙ্গেই আমার পরিচয় ছিল না, তখন থেকেই অর্জুন আমার বন্ধু। সোনমের পরপরই অর্জুনের সঙ্গে আমার পরিচয় হয়। যেহেতু অর্জুন সোনমের চাচাতো ভাই, সেভাবেই ওর সঙ্গে বন্ধুত্ব। অর্জুন খুবই বুদ্ধিমান এবং পরিশ্রমী। আমরা আমাদের বন্ধুত্বের প্রতি শ্রদ্ধাশীল।’

তবে প্রেম তাঁরা করুক বা নাই করুক, দুজনেই ব্যস্ত রয়েছেন পরবর্তী ছবির কাজ নিয়ে। সামনেই অক্ষয় কুমারের সঙ্গে জ্যাকলিনকে দেখা যাবে ‘হাউসফুল-৩’ ছবিতে। আর কারিনা কাপুরের সঙ্গে অর্জুনকে দেখা যাবে ‘কি অ্যান্ড কা’ ছবিতে।



মন্তব্য চালু নেই