অমুসলিমদের ঘরে নামাজ আদায় করা যাবে কি?

পিসটিভির ‘ডেয়ার টু আসক’ পর্বে ডা. জাকির নায়েককে প্রশ্ন করা হয়, অমুসলিমদের বাসায় নামাজ আদায় করা যাবে কিনা?

উত্তরে ডা. জাকির নায়েক বলেন, সহিহ আল বুখারিতে উল্লেখ আছে, ‘এই পৃথিবীকে আমার এবং আমার উম্মতের জন্য সেজদার স্থান হিসেবে সৃষ্টি করা হয়েছে”। আপনি পৃথিবীর যে কোনো জায়গায় নামাজ আদায় করতে পারবেন। তবে জায়গাটা হতে হবে পবিত্র।

এছাড়াও কিছু নিয়ম রয়েছে। যদি কোনো অমুসলিম এর ঘরে নামাজ পড়তে চান তবে কোনো পবিত্র কাপড়ের উপর পবিত্র জায়গায় নামাজ আদায় করতে পারেন। খেয়াল রাখবেন, যেখানে নামাজ পড়বেন, তার সামনে যেন কোনো মূর্তি বা ছবি না থাকে। আপনি যদি নামাজের নিয়মগুলো মেনে চলেন তাহলে অমুসলিমদের ঘরেও নামাজ আদায় করতে পারেন।

সূত্র: পিসটিভি



মন্তব্য চালু নেই