অমিতাভের সঙ্গে বসে ‘পিঙ্ক’ দেখলেন রাষ্ট্রপতি

বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চন। তার অভিনীত সিনেমা মানেই বিশেষ কিছু। আর গেল বছরে মুক্তি পাওয়া আলোচিত সিনেমা ‘পিঙ্ক’। যা গত ২৫ ফেব্রুয়ারি তার সঙ্গে বসে দেখলেন ভারতের রাষ্ট্রপতি প্রনব মুখার্জী।

গেল বছরের আলোচিত ছবি ‘পিঙ্ক’। যৌন নিগ্রহের শিকার তিন নারীর কাহিনী অবলম্বনে তৈরি হয়েছে ছবিটি। সিনে-আলোচক ছাড়াও ছবিটি সাধারণ দর্শকও বেশ প্রশংসা করেছে। আর এই সিনেমাটিই অমিতাভ ও ছবির অন্যতম অভিনেত্রী তাপসী পান্নুর সঙ্গে বসে দেখলেন রাষ্ট্রপতি প্রনব মুখার্জী।

ভারতের রাষ্ট্রপতি ভবনে ‘পিঙ্ক সিনেমাটির বিশেষ প্রদর্শনী হল। ছবির কলাকুশলীদের সঙ্গে নিয়ে সিনেমাটি উপভোগ করেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। প্রদর্শনী শেষে রাষ্ট্রপতি আমন্ত্রিত অতিথিদের নিয়ে ডিনারে অংশ নেন।

দুই প্রধান অভিনেতা ছাড়াও এসময় উপস্থিত ছিলেন ‘পিঙ্ক’ নির্মাতা অনিরুদ্ধ রায়চৌধুরী। সিনেমাটি মুক্তির পর ভারতসহ সারা বিশ্বে ব্যাপক প্রসংশিত হয়। ফিল্ম ফেয়ারসহ বেশ কয়েকটি পুরষ্কার বিতরণী অনুষ্ঠানেও অভিতাভ বচ্চন শ্রেষ্ঠ অভিনেতার পুরষ্কার জিতে নেন ছবিটিতে অভিনয় করে।



মন্তব্য চালু নেই