অভিযান শেষে ফেরার পথে বিজিবি সদস্য নিখোঁজ

বান্দরবান: থানচির দুর্গম এলাকায় অভিযান শেষে ক্যাম্পে ফেরার পথে নৌকা ডুবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্য নিখোঁজ হয়েছেন।

বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে সাঙ্গু নদীতে এ নৌকাডুবির ঘটনা ঘটে। নিখোঁজ বিজিবি সদস্যকে উদ্ধারে অন্য সদস্যরা দীর্ঘক্ষণ উদ্ধার অভিযান চালালেও এখনো তার সন্ধান মেলেনি।

বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে থানচির দুর্গম বড় মদকে অভিযান শেষে সাঙ্গু নদীপথে ইঞ্জিন চালিত নৌকায় বিজিবি সদস্যরা ক্যাম্পে ফিরছিলেন। এ সময় তিন্দু ইউনিয়নের বড় পাথর এলাকায় পৌঁছলে তাদের নৌকাটি ডুবে যায়। এ সময় নৌকাতে থাকা ৫ জনের মধ্যে ৪ জন তীরে উঠে আসতে সক্ষম হলেও জুয়েল রানা (৩৫) নামে এক বিজিবি সদস্য নিখোঁজ হন।

নিখোঁজ বিজিবি সদস্যকে উদ্ধারে অন্যান্য সদস্যরা দীর্ঘ সময় ধরে উদ্ধার অভিযান চালালেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। শুক্রবার সকালে নৌবাহিনীর ডুবুরি দল উদ্ধার কাজে অংশ নেবে বলে জানিয়েছেন বিজিবি।

উল্লেখ্য, গত ২৬ আগস্ট বান্দরবানের থানচি বড় মদকের নাচালং পাড়া এলাকায় মিয়ানমার বিচ্ছিন্নতাবাদী গ্রুপ আরাকান আর্মির (এএ) সদস্যদের গুলিতে দুই বিজিবি সদস্য আহত হওয়ার পর ওই সন্ত্রাসীদের ধরতে যৌথ বাহিনী অপারেশন শুরু করে। এ অভিযানের অংশ হিসাবে বৃহস্পতিবার বিজিবি সদস্যরা বড় মদক এলাকায় অভিযানে যায়।



মন্তব্য চালু নেই