অভিনয়ে হৃদয় খান

প্রথমবারের মতো নাটকে অভিনয় করতে যাচ্ছেন সংগীত তারকা হৃদয় খান। হৃদয় খানের বিপরীতে থাকছেন জনপ্রিয় অভিনেত্রী তিশা।
নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালায় ‘রূপকথা’ নাটকে অভিনয় করবেন জনপ্রিয় এই সঙ্গীত তারকা। রাজের কাহিনিচিত্রে নাট্যরূপ দেবেন আসাদ জামান।
আজ থেকে রাজধানীর উত্তরখানে নাটকটির শুটিং শুরু হবে। টানা তিনদিন শুটিং চলবে। আগামী রোজা ঈদে ‘রূপকথা’ নাটকটি চ্যানেল আই-তে প্রচারিত হবে।

































মন্তব্য চালু নেই