অভিনয়ে শাহরুখ পুত্র আরিয়ান
বলিউডের কিং শাহরুখ খানের ছেলে বলে কথা। একে তো তারকার সন্তানরা সব সময় থাকেন খবরের শিরোনামে। রূপালী পর্দায় আসার আগেই শাহরুখের পুত্র আরিয়ান খানকে নিয়ে অনেক আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে। কখনও বাবার মতো সিক্স প্যাক অ্যাব তৈরি করেন। কখনও বা অমিতাভ বচ্চনের নাতনি নভ্যা নভেলি নন্দার সঙ্গে বিশেষ বন্ধুত্বের সম্পর্কে জড়িয়ে পরা। এই সব নিয়ে যেন এই বছর জুড়েই ছিলেন পেজ থ্রিতে।
এ বার আরিয়ানের নতুন ‘গথিক লুক’ নিয়ে এসেছে খবরের শিরোনামে। সম্প্রতি আরিয়ানের লেদার জ্যাকেট পরা একটি ছবি নিয়ে জোর আলোচনা চলছে ওয়েব দুনিয়ায়। সেখানে দেখা যাচ্ছে, চোখে ঘন কাজল পরে রয়েছেন তিনি। গথিক স্টাইলে বেশ মানিয়েছে শাহরুখ পুত্রকে।
বলিউডে জোর গুঞ্জন চলছে, তবে কি বাবার মতোই অভিনয়ে আসতে চলেছেন তিনি? তারই আগাম প্রচারের জন্যই কি নয়া লুকের ছবি শেয়ার করেছেন আরিয়ান? যদিও এ প্রশ্নের সদুত্তর এখনও পাওয়া যায়নি। তবে বলিউডের একাংশ মনে করছেন, ভবিষ্যতে শাহরুখের মতোই অভিনয়কেই পেশা হিসেবে নেবেন আরিয়ান। এটা তারই আগাম ইঙ্গিত।
মন্তব্য চালু নেই