অভিনয়ে বিরতি দিয়ে অস্ট্রেলিয়া যাচ্ছেন ডলি জহুর

অভিনেত্রী ডলি জহুর। দীর্ঘ একটা পথ পাড়ি দিয়ে এখনও অভিনয়ে নিয়মিত তিনি। সেই সাদাকালো পর্দা থেকে এখন রঙীন পর্দায় অভিনয় করে যাচ্ছেন। কিন্তু পারিবারিক কারণে তিনি অভিনয় থেকে বিরতি নিচ্ছেন। এই অভিনয় বিরতি দিয়ে তিনি ছয় মাসের জন্য পাড়ি জমাচ্ছেন দূর অস্ট্রেলিয়াতে। তার কারণ অস্ট্রেলিয়া প্রবাসী পুত্র রিয়াসাত ও পুত্রবধূকে সময় দিতে সেখানে যাচ্ছেন তিনি। কিছু দিনের মধ্যেই তাঁদের ঘর আলোকিত করবে নতুন অতিথি। নাতির মুখ দেখার জন্য অস্থির হয়ে আছেন জনপ্রিয় অভিনেত্রী ডলি জহুর। তাকে দেখার জন্যই মূলত দেশ ছাড়ছেন তিনি।

8TjNmDi

ইতিমধ্যেই ডলি জহুরের হাতে থাকা কয়েকটি একক ও ধারাবাহিক নাটকের কাজ গুছিয়ে এনেছেন তিনি। এদিকে অভিনেত্রী রওনক হাসান বেশ ঘটা করেই ফেসবুকে জানিয়ে দিলেন ডলিজহুরের অভিনয় বিরতির কথা। তার সঙ্গে বেশ শুভকামনাও জানালেন নাটকের সেটে থাকা জনপ্রিয় অভিনেতা এটিএম শামসুজ্জামান, চিত্র লেখা গুহ, মীর সাব্বির, অহনা রহমান। অস্ট্রেলিয়া থেকে ফিরে এসে আবারও এই অভিনেত্রী অভিনয়ে নিয়মিত হবেন।



মন্তব্য চালু নেই