অভিনয়ে ফিরছেন নায়করাজ
অভিনয়ে ফিরছেন নায়করাজ রাজ্জাক। সন্তান চিত্রনায়ক সম্রাটের টেলিফিল্ম ‘দায়ভার’ অভিনয়ের মাধ্যমে ফের বড়পর্দায় নিজের উপস্থিতি জানান দিতে যাচ্ছেন তিনি। এর মধ্যদিয়ে প্রায় দু’বছর পর ক্যামেরার সামনে দাঁড়াবেন এ কিংবদন্তী অভিনেতা।
এর আগে বিভিন্নসময় গুরুতর অসুস্থ হয়ে পড়ায় পরিবারের পক্ষ থেকে নায়করাজকে অভিনয় থেকে অব ব্যাপারে অনুরোধ জানানো হয়েছিলো। কিন্তু শারীরিক অবস্থার উন্নতির সঙ্গে সঙ্গে পরিবারের পক্ষ থেকেই মত পাল্টানো হয়েছে।
নিজের সন্তানের নির্দেশনায় একজন ত্যাগী বাবার চরিত্রে অভিনয় করবেন তিনি। আগামী ১৫ ও ১৬ তারিখ উত্তরায় একটি শুটিং হাউজ এ টেলিফিল্মটির শুটিং হবে।
বিদেশি গল্পের ছায়া অবলম্বনে এর চিত্রনাট্য লিখেছেন রানা জাকারিয়া। নায়করাজ ছাড়াও এতে আরো অভিনয় করবেন ডলি জহুর, আহসানুল হক মিনু, আজমেরী হক বাঁধন প্রমুখ। নাটকটি প্রচার হবে চ্যানেল আইতে।
মন্তব্য চালু নেই