অভিনয়ে না থেকেও অভিনয়ে আছেন বিন্দু, রানী!

বিয়ে করে এখন আমেরিকা প্রবাসি হয়েছেন লাক্স তারকা বিন্দু। তবে বাংলাদেশ ও আমেরিকায় আসা যাওয়ার মধ্যেই রয়েছেন এই দম্পতি। কিছু দিন আগে আবার গিয়েছিলেন ভারতে। সেখানে ঘুরে এখন আবার দেশে ফিরেছেন তাঁরা। সহসায় অভিনয়ে ফেরার সম্ভাবনা নেই তাঁর। স্বামী সংসার নিয়েই তাঁর এখন ব্যস্ততা। তবে যতদিনই অভিনয়ে ছিলেন বিন্দু বেশ নিপুণ অভিনয় করেছেন। বিজ্ঞাপন, নাটক, চলচ্চিত্র সব জায়গাতেই তার অভিনয়ের মাধ্যমে বেশ জনপ্রিয়তা তৈরি করেছিলেন তিনি। অভিনয়ে নিয়মিত না থাকলেও এখনও রয়েছে তাঁর জনপ্রিয়তা।

অন্যদিকে, একসময়কার জনপ্রিয় অভিনেত্রী রানী সরকার। এখন অভিনয়ে নেই। তাঁর জীবন এখন টানাপোড়নে চলে। গেল বছর সরকার থেকে তাকে আর্থিক সহযোগিতা করায় এখন জীবন কিছুটা স্বচ্ছল হয়েছে। এদিকে, অভিনেতা আজাদ আবুল কালাম অভিনয়ে আছেন নিয়মিত তবে ভাল গল্প ও চরিত্রের উপর ভিত্তি করে এগিয়ে যাচ্ছে তাঁর অভিনয়।

তবে এই অভিনয় শিল্পীদের ভক্তদের জন্য একটি সুখবর হলো, তাঁদের অভিনীত একটি বিশেষ নাটক আজ ১ জানুয়ারি চ্যানেল বিকাল ৫টা ৩০ মিনিটে আইতে প্রচার হবে। নাটকটির নাম ‘পৃথিবীর পথে’। রচনা ও পরিচালনা সুমন ধর।



মন্তব্য চালু নেই