অভিনয়ে দুর্বল ক্যাটরিনা!
কাটরিনা অভিনীত বেশিরভাগ ছবিই এখন পর্যন্ত ব্যবসা সফল। এমনকি বলিউডের সবচেয়ে ব্যবসা সফল ছবি ‘ধূম-৩’-এর প্রধান নারী চরিত্রটিতেও তিনি অভিনয় করেছেন। বলিউডে এসেই নিজের আবেদনময়ী উপস্থাপনা ও পারফরমেন্সের মধ্য দিয়ে বিশ্বের অগণিত দর্শকের হৃদয় জয় করেন এ অভিনেত্রী। কিন্তু সে সময় থেকেই তার হিন্দি উচ্চারণে সমস্যা ছিল। এ নিয়ে আলোচনা-সমালোচনাও কম হয়নি।
তবে এবার কাটরিনার অভিনয় দক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। ক’দিন আগেই ঈদ ও পূজা উপলক্ষে মুক্তি পায় হৃতিক-কাটরিনা অভিনীত নতুন ছবি ‘ব্যাং ব্যাং’। এ ছবিটি চারদিনেই ব্যবসা সফলতায় ১৫০ কোটির ঘর অতিক্রম করেছে। তাই সেদিক থেকে আবারও সফল কাটরিনা। তিনি এখানে একাধিক গানে পারফরম করেছেন।
কিন্তু সমালোচকরা বলছেন, পুরো ছবিটিকেই টেনে নিয়ে গেছেন হৃতিক একাই, যেমনটা আমির ‘ধূম-৩’-কে টেনে নিয়েছিলেন। এখানে কাটরিনাকে রাখার জন্য রাখা হয়েছে। শুধু তাই নয়, বলিউডের অনেক পরিচালক ও অভিনয়শিল্পীও কাটরিনার অভিনয় দক্ষতা নিয়ে কথা বলেছেন সরাসরি। কেউ আবার ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে কাটরিনার অভিনয় নিয়ে প্রশ্ন তুলেছেন। এদের মধ্যে অনেকেই বলছেন, অভিনয়ে কাটরিনা খুব দুর্বল।
সৌজন্য- দৈনিক মানব জমিন
মন্তব্য চালু নেই