অভিনয়ে আসছেন মিঠুন কন্যা দিশানি
বলিউডে অভিষেক করতে যাচ্ছেন মিঠুন তনয়া দিশানি! শোনা যাচ্ছে সবকিছু ঠিক থাকলে দু-এক বছরের মধ্যে বলিউডে দেখা যাবে দিশানি চক্রবর্তীকে। সংবাদসংস্থাকে মিঠুন পুত্র মহাক্ষয় জানিয়েছেন, বলিউডে অভিনয়ের জন্য দিশানির কাছে ইতিমধ্যেই অফার আসতে শুরু করেছে। হতে পারে, দু-এক বছরের মধ্যে সে অভিনয়ে নামবে।
মিঠুন ও যোগিতা বালির কন্যা দিশানিকে এর আগে তেমনভাবে সোশাল সাইটে দেখা যায়নি। তবে সম্প্রতি ইনস্টাগ্রামে নিজের বেশ কিছু ছবি পোস্ট করেছেন তিনি। সব ছবিতেই মিষ্টি দেখাচ্ছে তাকে। তার ভক্ত ও ফলোয়ারের সংখ্যাও কম নয়। প্রায় তিরিশ হাজার। আর সেই ছবিগুলি দেখে দিশানির বলিউডে অভিষেক নিয়ে আলোচনা দানা বেঁধেছে। এখন নিউ ইয়র্কে অভিনয়ের কোর্স করছে দিশানি।
তবে দিশানির নিজের কি এখনই বলিউডে নামার আগ্রহ আছে? তা অবশ্য জানা যায়নি। দিশানি এখন নিউ ইয়র্কে অভিনয়ের কোর্স করছেন। তার পড়াশোনাতেই এখন বেশি আগ্রহ। এপ্রসঙ্গে মহাক্ষয় জানিয়েছেন, “দিশানি এখন কোর্স নিয়ে ব্যস্ত। ও কোর্স শেষ করতে ইচ্ছুক। তারপর বলিউডে নামবে। ”
সোশাল সাইটে দিশানির ফলোয়ারের সংখ্যাও কম নয়। মিঠুন চক্রবর্তী ও যোগিতা বালির চার ছেলে ও একমাত্র কন্যা দিশানি। তাঁদের মধ্যে অভিনয় জগতে পা রেখেছেন দুই পুত্র। তবে তাঁরা নাম করতে পারেননি। সুতরাং, দিশানিকে নিয়ে যে তার পরিবারের প্রত্যাশা থাকবে, সেটাই স্বাভাবিক।
মন্তব্য চালু নেই