অভিনয়ে আসছেন মাইকেল জ্যাকসনের মেয়ে
কালজয়ী পপস্টার মাইকেল জ্যাকসনের কন্যা প্যারিস জ্যাকসন (১৮) অভিনয়ে নিজের ক্যারিয়ার গড়ার সিদ্ধান্ত নিয়েছেন। ‘স্টার’ নামে নতুন টেলিভিশন সিরিজের এক চরিত্রে অভিনয়ের জন্য পরিচালক লি ড্যানিয়েলসের সঙ্গে বৈঠকও করেছেন তিনি।
এ খবর প্রকাশ করেছে টাইমস অব ইন্ডিয়া। ড্যানিয়েলস নিজেই প্যারিসের সঙ্গে তার সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্প্রতি ইন্সটাগ্রামে প্যারিসের সঙ্গে তার একটি ছবি পোস্ট করে ড্যানিয়েলস ক্যাপশন দিয়েছেন, ‘যখন প্যারিস আমার কাছে আসলো। কথা কথা আর কথা। ’
সম্প্রতি তিনি ফ্রান্সের রাজধানী প্যারিসে মডেলিংয়ে অভিষেক করেন। মডেলিংয়ের কিছু ছবি তিনি ইনস্টাগ্রামের শেয়ার করেন। এতে তাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সেনাদের পোশাক পরা কয়েকজন পুরুষের সঙ্গে পোজ দিতে দেখা গেছে।
মন্তব্য চালু নেই