অভিনেত্রী রাধিকা আপতের নগ্ন নিজস্বী ছড়িয়ে পড়ল ওয়াটসঅ্যাপে
সোশ্যাল মিডিয়ার বাড় বাড়ন্তে, আবার এক অভিনেত্রীর ব্যক্তিগত মুহূর্তের ছবি চলে এল প্রকাশ্যে। বলিউড অভিনেত্রী রাধিকা আপতের ব্যক্তিগত মুহূর্তের নগ্ন ছবি বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ও ওয়াটসঅ্যাপের মাধ্যমে ছড়িয়ে পড়েছে বহু লোকের কাছে।
তবে রাধিকা আপতের ছড়িয়ে যাওয়া নগ্ন নিজস্বী, নিজের না অন্যের ছবির ওপর চাপানো, সেবিষয় কোনও নির্দিষ্ট তথ্য নেই এখনও কারর কাছে। ছবিটি যদি ভালভাবে দেখা যায়, তাহলে বোঝা যাচ্ছে, কেউ ইচ্ছে করেই এই ছবি প্রকাশ করে দিয়েছে সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ও ওয়াটসঅ্যাপে।
বলিউডের জনপ্রিয় মুখ রাধিকাকে শেষ দেখা গিয়েছিল রীতেশ দেশমুখের বিপরীতে মরাঠি ছবি ‘লই ভারিতে’, এবং তুষার কপূরের বিপরীতে ‘শোর ইন দ্য সিটিতে’।
তবে অভিনেত্রী নিজে তাঁর এই নগ্ন নিজস্বী নিয়ে প্রকাশ্যে এখনও মুখ খোলেননি। এর আগে একই রকম ঘটনা ঘটেছিল জাস্সি খ্যাত মোনা সিংহের সঙ্গেও। অভিনেত্রীকে খুব শীঘ্রই দেখা যাবে ‘বদলাপুর’ ও ‘হান্টার’ ছবিতে, যে দুটি ছবিই মুক্তির অপেক্ষায় দিন গুনছে।
মন্তব্য চালু নেই