অভিনেত্রী থেকে ‘আরজে’ শিল্পা শেঠি !
অভিনেত্রী হিসেবে নিজের যোগ্যতা ইতিমধ্যে প্রমান রেখেছেন বলিউড সুন্দরী শিল্পা শেঠি। এবার তার রেডিও জকি হিসেবে নিজেকে প্রমান করার পালা।
দূর সমুদ্র পাড়ের মানুষেরা এবার শিল্পার সুরেলা কণ্ঠে ঘুম ভাঙলেই শুনবে ‘গুড মর্নিং লন্ডন’! হ্যাঁ, এটাই সত্যি! লন্ডনের এক রেডিও স্টেশনে রেডিও জকি হয়ে কাজ করতে যাচ্ছেন বলিউডের এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেঠি।
সূত্রের খবর, সম্প্রতি লন্ডনের এক নামকরা রেডিও স্টেশন ‘রেডিও ২’ থেকে শিল্পার কাছে একটি অফার আসে। যেখানে তার পছন্দের গান শোনানোর পাশাপাশি জানাতে হবে নিজের জীবনের নানা খুঁটিনাখুটি বিষয়। আপাতত লন্ডনে থাকায় এই অফারে রাজি হয়ে যান শিল্পা। শুরু হয়ে গিয়েছে শো-এর রেকর্ডিংও। সেপ্টেম্বর মাস থেকে এয়ার হবে এই শো-টি।
মন্তব্য চালু নেই