অভিনেত্রী জোহরা সেহগাল আর নেই
বলিউডের প্রবীণতম অভিনেত্রী জোহরা সেহগাল আর নেই। বৃহস্পতিবার বিকেল ৪টায় ১০২ বছর বয়সে দিল্লীতে শেষ নিশ্বাস ত্যাগ করেন এই অভিনেত্রী। এর আগে শারীরিক অসুস্থতা বোধ করায় বুধবার দিল্লীর একটি ম্যাক্স হাসপাতালে তাকে ভর্তি করা হয়।
১৯৩৫ সালে নৃত্যশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করেন জোহরা সেহগাল। তারপর ১৯৪৫ সালে পিথ্বীরাজ কাপুরের পৃথিবী থিয়েটার গ্রুপে একজন অভিনেত্রী হিসেবে কাজ শুরু করেন।
তার অভিনীত চলচ্চিত্রগুলোর মধ্যে ‘হাম দিল দে চুকে সনম’ (১৯৯৯), ‘কাল হো না হো’ (২০০৩), ‘বীর-জারা’ (২০০৪), ‘চিনি কম’ (২০০৭), ‘সাবারিয়া’ (২০০৭) উল্লেখযোগ্য। তবে ২০০৭ সালে ‘চিনি কম’ চলচ্চিত্রটিতে তাকে শেষবারের মতো অভিনয় করতে দেখা গিয়েছিলো।
অভিনয়ের স্বীকৃতি স্বরূপ জোহরা সেহগাল ভারত সরকারের কাছ থেকে ‘পদ্মশ্রী’, ‘পদ্মভূষণ’ ও ‘পদ্মবিভূষণ’ পুরস্কার লাভ করেছেন তিনি। তার মৃত্যুতে পুরো বলিউডে শোকের ছায়া নেমে এসেছে।
মন্তব্য চালু নেই