অভিনেত্রীর বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা

বিতর্ক পিছু ছাড়ে না ভারতের অভিনেতা-অভিনেত্রীদের। ‘পাকিস্তান নরক নয়’ এমনটাই বলেছিলেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী রম্যা। আর সেই কারণেই এবার বিতর্কের মুখে পড়েছেন এই অভিনেত্রী।

পাকিস্তানের পক্ষ নিয়ে কথা বলার জন্য তার বিরুদ্ধে আনা হয়েছে রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগ। দেশদ্রোহিতার অভিযোগেও দায়ের করা হয়েছে মামলা। শুনানির দিন ধার্য হয়েছে আগামী শনিবার।

কয়েকদিন আগেই কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিক্কর মন্তব্য করেছিলেন, ‘পাকিস্তানে যাওয়া নরকে যাওয়ার সমান৷’

এর পরিপ্রেক্ষিতে রম্যা মন্তব্য করেন, ‘পাকিস্তান নরক নয়। সেখানকার মানুষ আমাদের মতোই। তারা আমাদের সঙ্গে খুবই ভাল ব্যবহার করেছেন।’ এই মন্তব্যের জেরেই বিতর্কের ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়।

৩৩ বছরের রম্যার আসল নাম দিব্যা স্পন্দনা। ২০১১ সালে কংগ্রেসে যোগ দেন কর্নাটকের এই অভিনেত্রী। ২০১৩ সালে কর্নাটকের মাণ্ড্য থেকে উপ নির্বাচনে জিতে সংসদের কণিষ্ঠতম সদস্যা হন। নিজের মন্তব্যে এখনও অনড় ৩৩ বছরের অভিনেত্রী। এর জন্য ক্ষমা চাইবেন না বলেও জানিয়েছেন তিনি।

রম্যার ভাষ্য, ‘আমি কোনো অন্যায় করিনি। আমি নিজের মতামত প্রকাশ করতেই পারি। আর এটাই তো গণতন্ত্র।’



মন্তব্য চালু নেই