অভিনেত্রীর আত্মহত্যা মামলায় জামিন পাননি প্রেমিক

বেশ কিছুদিন আগে আত্মহত্যা করেন ভারতীয় জনপ্রিয় টিভি সিরিয়াল ‘বালিকা বধূ’র অভিনেত্রী প্রত্যুষা ব্যানার্জী। ভারতের গেরোগাঁওয়ের নিজ বাসভবন থেকে ফ্যানের সিলিংয়ের সাথে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় এই মডেল ও অভিনেত্রীর লাশ।

এই ঘটনায় প্রত্যুষার প্রেমিক ও প্রযোজক রাহুল রাজ সিংয়ের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন প্রত্যুষার মা। আজ সোমবার সেই মামলার শুনানি অনুষ্ঠিত হয় সুপ্রীম কোর্টে। শুনানিতে অংশ নিয়ে প্রত্যুষার প্রেমিক রাজের আইনজীবী জামিন চান আদালতের কাছে। তবে আদালত সে আবেদন আমলে নেননি। বরং হত্যা মামলার আসামী হওয়ায় রাজকে মামলার রায়ের আগ পর্যন্ত জেল হাজতে রাখার নির্দেশ দিয়েছে দিল্লীর সুপ্রীম কোর্টের একটি অবকাশকালীন বেঞ্চ।

উল্লেখ্য, প্রত্যুষা ২০১০ সালে ‘বালিকা বধূ’ সিরিয়ালে অভিনয় করে নজর কাড়েন। পরে ওই সিরিয়ালের পরিচালকের সঙ্গে মতানৈক্য হওয়ায় চরিত্রটিতে অভিনয় ছেড়ে দেন তিনি। ‘বিগ বস’ ও ‘ঝলক দিখলা যা’র মতো রিয়েলিটি শোতেও কাজ করেছেন তিনি।



মন্তব্য চালু নেই