অভিনেতা জেমস গারনার আর নেই
রকফোর্ড ফাইলস খ্যাত যুক্তরাষ্ট্রের টেলিভিশন অভিনেতা জেমস গারনার আর নেই। শনিবার লস অ্যাঞ্জেলসে নিজের বাসায় ছিয়াশি বছর বয়সে তিনি মারা যান।
২০০৮ সাল থেকে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন গারনার। স্থানীয় পুলিশ জানায়, তার স্বাভাবিক মৃত্যু হয়েছে। মূলত বার্ধক্যজনিত কারণেই তার মৃত্যু হয়েছে।
রকফোর্ড ফাইলস সিরিজে গোয়েন্দা চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিলেন জেমস গারনার। অভিনয়ের জন্যে ১৯৭৭ সালে অ্যামি পুরস্কার লাভ করেন তিনি। এছাড়াও দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভিত্তিতে নির্মিত ‘দ্য গ্রেট এস্কেপ’ চলচ্চিত্রে অভিনয় করে আলোচনায় আসেন এই অভিনেতা।
মন্তব্য চালু নেই