অভিনেতা এ কে কোরেশী আর নেই
অভিনেতা এ কে কোরেশী আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের এক হাসপাতালে মঙ্গলবার বিকেলে (বাংলাদেশ সময় বুধবার ভোর) তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।ফেসবুক স্ট্যাটাসে বুধবার দুপুরে এ কে কোরেশীর মৃত্যুর খবরটি জানান চলচ্চিত্র বিষয়ক সংগ্রাহক ও লেখক মীর শামসুল আলম বাবু। তিনি সম্পর্কে কোরেশীর ভাতিজির স্বামী হন।
প্রয়াত এ ব্যক্তিত্বের পুরো নাম আজিজুল কাদের কোরেশী। তিনি ১৯৩৭ সালের ৮ মে জন্মগ্রহণ করেন। তিনি শব্দগ্রাহক হিসেবেও বেশ পরিচিত ছিলেন। ছিলেন বিএফডিসির প্রতিষ্ঠাতা সদস্যও।
বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) বৈদেশিক অনুষ্ঠান বিভাগের পরিচালকের দায়িত্বও পালনে করেন তিনি। অভিনয় করেছিলেন শতাধিক সিনেমা ও নাটকে। তাকে দেখা যায় জনপ্রিয় টিভি সিরিজ ‘দ্য এক্সফাইলস’-এর দুটি এপিসোডে।
কয়েক বছর ধরে কোরেশী সন্তানদের সঙ্গে যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন।
মন্তব্য চালু নেই