অভিনয়ে আসছেন শাহিদের স্ত্রী মীরা?
মাসাবার পোশাকে শাহিদের হাত ধরে গ্ল্যামার ওয়ার্ল্ডে এন্ট্রি নিয়ে ফেলেছেন টিনসেলের নতুন বধূ মীরা রাজপুত। কানাঘুষো চলছে খুব শীঘ্রই নাকি সিনে পর্দায় পাড়ি জমাবেন মীরা। তবে অবশ্যই যদি মীরা চান।
সম্প্রতি এক সাক্ষাৎকারে শাহিদ বলেন, ‘মীরার ওপর কোনও বাধা নিষেধ নেই। ও কি করতে চায়, সেটা পুরোপুরি ওর ব্যাপার। মীরা যদি বলিউডে আসতে চায় তাতে আমার কোনও আপত্তি নেই’।
ছেলের সুরে সুর মিলিয়ে শাহিদের বাবা পঙ্কজ কাপুরও বলেন, ‘ভবিষ্যতে মীরা বলিউডে আসবে কিনা সেটা সম্পূর্ন মীরা-শাহিদের সিদ্ধান্ত’। যদিও শাহিদ আগে বলেছিলেন,‘মীরা আমার বউ, কোনও অভিনেত্রী নয়’। তাহলে কি এমন হল শাহিদের মুখে এমন বুলি। তাহলে কি খুব শীঘ্রই সিনেপর্দায় দেখা মিলবে মিসেস মীরা শাহিদের।
দিল্লী কলেজ গার্ল মীরা। লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়া সঙ্গে নো কানেকশন। তবে এখন সময় বদলেছে। তিনি মীরা নন, এখন মিসেস মীরা শাহিদ কাপুর। তাই কিছুই বলা যায় না।
মন্তব্য চালু নেই