অভিনব ব্যাকপ্যাকে এমা রবার্টস

কয়েকদিন আগে ওয়েস্ট হলিউডে জিম থেকে বের হতে দেখা গেল মার্কিন অভিনেত্রী এমা রবার্টসকে। সাথে আর কিছু না বরং ফ্যাশনিস্টদের পছন্দের ব্যাকপ্যাক। অ্যানিয়া হিন্ডমার্চের লেদার ব্যাকপ্যাকটিতে আঁকা ছিল দু’টি কার্টুনের চোখ।

এমা বেছে নেন লাল রঙের ব্যাগটি, যদিও এই ব্যাগটি এসেছে তিনটি কালারে – কালো, সাদা এবং লাল। অভিনব এ স্টাইলটিতে থাকার জন্য এমাকে ধন্যবাদ। লস অ্যাঞ্জেলেসে এই ব্যাগ এখন বেশ জনপ্রিয়। জিম ছাড়াও আরও অনেক জায়গায় ফ্যাশন সচেতন মেয়েদের হাতে দেখা যাবে অভিনব ব্যাগটি।



মন্তব্য চালু নেই