অভিনব নিদ্ধান্ত নিয়েছে আইসিসি
২০১৫ ক্রিকেট বিশ্বকাপ চলছে। ২৯ মার্চ শেষ হচ্ছে এ আসর। তবে বিশ্বকাপ শেষ না হতেই এক অভিনব সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। এক বিবৃতির মাধ্যমে আইসিসি তাদের নতুন সিদ্ধান্তের বিষয়টি জানায়। ক্রিকেট বিশ্বকাপ শেষ হলেই সে মিশন নিয়ে নামবে আইসিসি।
আইসিসি জানিয়েছে, নতুন সিদ্ধান্ত বাস্তবায়নে বেশ সাড়া পাচ্ছেন তারা। বিষয়টি হলো ক্রিকেটপ্রেমীদের বিশ্বকাপের স্মারক সংগ্রহে রাখার সুযোগ করে দিতে টসের কয়েন, বল ও স্কোরকার্ড নিলামে তুলবে আইসিসি।
২০১৫ বিশ্বকাপে গ্রুপ পর্ব, কোয়ার্টার-ফাইনাল, সেমি-ফাইনাল ও ফাইনাল মিলিয়ে এবারের বিশ্বকাপে মোট ম্যাচ ৪৯টি। এসব ম্যাচে ব্যবহারিত বল, কয়েন ও স্কোরকার্ড শিগগিরই নিলামে উঠছে।
মন্তব্য চালু নেই