অবৈধ গর্ভপাত করাতে গিয়ে নারীর মৃত্যু, লাশ ফেলে পালালেন নার্স

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের এক নার্সের বাসায় অবৈধ গর্ভপাত করাতে গিয়ে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপরে নগরীর শামীমাবাদ এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহত মাকসুদা বেগম (৩৭) মাদারীপুরের বাবুল মিয়ার স্ত্রী। শামীমাবাদ এলাকায় বসবাস করতেন এ দম্পতি। মাকসুদার মৃত্যুর পর লাশ ফেলে পালিয়ে গেছে নার্স গীতা রাণী।

কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ রানা জানান, মঙ্গলবার বিকেল ৩টার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জেষ্ঠ নার্স গীতা রানী তার বাসায় মাকসুদার গর্ভপাত করাতে গেলে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

এসআই মাসুদ রানা জানান, গীতা রানী গোপনে তার বাসায় দীর্ঘদিন ধরে অবৈধ গর্ভপাত ঘটানোর কাজ করতেন বলে পুলিশ নিশ্চিত হয়েছে। তিনি পিরোজপুরের কাজল দাসের স্ত্রী। ঘটনার পর থেকে গীতা রানী পলাতক রয়েছেন। পুলিশ তাকে গ্রেপ্তারে অভিযান চালিয়ে যাচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান পুলিশ কর্মকর্তা মাসুদ রানা।



মন্তব্য চালু নেই