অবিস্মরণীয় জয়ের পর সাকিব যা বললেন…
১৬ বছর ধরে পাকিস্তানকে হারানোর স্বপ্ন দেখে বাংলাদেশ। কার হাত ধরে সেই স্বপ্ন পূরণ হবে? বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানই যে সবচেয়ে যোগ্য ব্যক্তি, তারই প্রমাণ ঘটল শুক্রবার। বিশ্বকাপে ভারতের বিপক্ষে স্লো-ওভারের কারণে আইসিসির দেওয়া নিষেধাজ্ঞার কারণে খেলতে পারেননি নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। যে কারণে ১৬ বছর পর পাকিস্তানকে হারানোর ঝাণ্ডাটা ছিল সাকিবের হাতেই। অবিস্মরণীয় জয়ের পর তাই বেশ উচ্ছ্বসিতই দেখাচ্ছিল দেশসেরা এই ক্রিকেটারকে।
ম্যাচটিতে বেশ কয়েকটি রেকর্ড হয়েছে। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের জোড়া সেঞ্চুরি। এই কীর্তি বাংলাদেশের ওয়ানডে ক্রিকেট ইতিহাসে প্রথম। তাই ম্যাচ শেষে ইতিহাসের সাক্ষী হওয়া মুশফিক-তামিমের প্রশংসা করতে ভুল করেননি সাকিব।
তিনি বলেন, ‘তামিম-মুশফিকের ব্যাটিং ছিল দুর্দান্ত। এই পিচ ছিল ব্যাটিং সহায়ক। সেই সুযোগ কাজে লাগাতে পেরেছে তারা। অপরদিকে আমাদের বোলাররা ভালো বল করেছে। আমার শুধু নিজেদের মতো করেই খেলেছি। বলতে গেলে এটা পেশাদার পারফরম্যান্স। সমর্থকরা আমাদের সঙ্গে ছিলেন। তাদের ধন্যবাদ জ্ঞাপন করছি।’
মন্তব্য চালু নেই