অবিশ্বাস্য জলপ্রপাতযুক্ত বিশ্বের ১১টি সেতু দেখুন ছবিতে
প্রকৃতির এক অপরূপ সৌন্দর্য জলপ্রপাত। সম্প্রতি মার্কিন ম্যাগাজিন ‘আর্কিটেকচারাল ডাইজেস্ট’ জলপ্রপাতযুক্ত বিশ্বের ১১টি সেতুর ছবি প্রকাশ করেছে। উপরের ছবিটি ব্রাজিল ও আর্জেন্টিনা সীমান্তের ইগুয়াজু জলপ্রপাতের পাশে পদব্রজে গমনকারী সেতুর ছবি।
ভিক্টোরিয়া ফলস ব্রিজ, ভিক্টোরিয়া জলপ্রপাত, জাম্বিয়া এবং জিম্বাবুয়ে সীমান্ত।
ছবি: সাইমন ফিলিপস ফটোগ্রাফি/ গেট্টি ইমেজেস
নরওয়ের লেটফোসেন জলপ্রপাতের পাশে অবস্থিত এ সেতুটি।
ছবি: উইন-ইনিশিয়েটিভ/ গেট্টি ইমেজ
জাপানের নাগানো’র ওটারি গ্রামের জলপ্রপাতের পার্শ্ববর্তী সেতু।
ছবি: আফলো কো. লিমিটেড/ অ্যালামি
মার্কিন যুক্তরাষ্ট্রের কলম্বিয়া নদীর ঘাটবর্তী ম্যালনোমাহ জলপ্রপাতের পার্শ্ববর্তী সেতুর দৃশ্য এটি।
ছবি: ইয়ান দাগনাল/ অ্যালামি
মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের অলিম্পিক ন্যাশনাল পার্কের সল ডাক জলপ্রপাতের পার্শ্ববর্তী সেতু এটি।
ছবি: জেটিবি মিডিয়া ক্রিয়েশন ইনকর্পোরেটেড/ অ্যালামি
জাপানের কিনকি অঞ্চলের মিনু জলপ্রপাতের পাশ্ববর্তী লাল রঙা পায়ে হাঁটা সেতু এটি।
ছবি: জ্যান গর্জিনিক/ অ্যালামি
নিউ ইয়র্ক এবং কানাডার ওন্টারিও সীমান্তের মধ্যবর্তী নায়াগ্রা জলপ্রপাতের পার্শ্ববর্তী রেইনবো সেতু।
ছবি: ট্যাভেল টিকচার্স
কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার ইয়োহো ন্যাশনাল পার্কের টাকাক্কাও জলপ্রপাতের পার্শ্ববর্তী পদব্রজের সেতু।
ছবি: জর্জ পাপাপোটোলুও/ অ্যালামি
গ্রিসের কালামবাকার পালাইওকারিয়া জলপ্রপাতের পাশের পুরনো পালাইওকারিয়া সেতু।
ছবি: স্পানি আরনড/ হেমিস/ কর্বিস
সূত্র: হাফিংটন পোস্ট
মন্তব্য চালু নেই