অবাক হবেন নিশ্চিই, আসছে দ্রুতগতি সম্পন্ন ‘অদৃশ্য’ ট্রেন!

প্রযুক্তি নির্ভর দেশগুলোর মধ্যে এগিয়ে রয়েছে যেকটি দেশ তার মধ্য একটি জাপান। সেই জাপান আরো একবার চমক দিতে চলেছে বিশ্বকে। হ্যাঁ চমক তো থাকছেই, একবার ভাবুন, আপনার সামনে দিয়ে চলে গেল রেলগাড়ি, কানে শব্দও শুনলেন অথচ দেখতে পেলেন না কিছু আপনি। কি অবাক হবেন নিশ্চিই? এমনই এক রেলগাড়ি তৈরি করতে যাচ্ছে জাপান। নাম ‘অদৃশ্য’ রেলগাড়ি।
আর এই ‘অদৃশ্য’ রেলগাড়িটির প্রাথমিক নকশা তৈরি করেছেন জাপানী প্রকৌশলী কাজুও সেজিমা। অনেকটা অর্ধ-স্বচ্ছ এবং এর উপরের দিকটা আয়নার মতো দেখতে। আশা করা হচ্ছে, ২০১৮ সালে যাত্রা শুরু করবে জাপানের এই অদৃশ্য রেলগাড়ি। এটিতে সর্বাধুনিক সব প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। বিশ্বের সেরা এবং দ্রুতগামী রেলগাড়ির মধ্যে এটি হবে অন্যতম।
নির্মাতা প্রতিষ্ঠান জানিয়েছে, এর বগিগুলো এমনভাবে তৈরি করা হবে যেন তা দেখতে একটি বসবাসের ঘরের মতো মনে হয় এবং যাত্রীরা স্বাচ্ছন্দ্যবোধ করে।
মন্তব্য চালু নেই