অবাক কাণ্ড, নারী হাঙর খেয়ে ফেলল পুরুষ হাঙরকে!
বলা হয়ে থাকে কাক নাকি কাকের মাংস এবং সেই নিয়ম অনুযায়ী একই প্রানী তার স্বগোত্রের প্রানীর মাংস খায় না! কিন্তু এবার সেই কথাটা ভুল প্রমানিত হলো। জীবজগতের দিকে চোখ রাখলেই এমন উদাহরণ হরহামেশায় দেখাতে পাওয়া যায়। তারই একটা পুনরাবৃত্তি ঘটে গেল সিওলের এক অ্যাকোয়ারিয়ামে। অ্যাকোরিয়ামটির নাম কোয়েক্স অ্যাকোয়ারিয়াম।
যে দিন ঘটনাটা ঘটে, সে দিনও ভিড় করে দাঁড়িয়ে ছিলেন দর্শকরা। তাদের চোখের সামনেই ঘটে গেল ঘটনাটা। আট বছর বয়সি এক নারী হাঙর বেমালুম গিলে ফেলল বছর আটেকের এক পুরুষ হাঙরকে। আস্তে আস্তে করে পুরোটা পেটের ভিতর চালান করল প্রায় ২১ ঘণ্টা ধরে।
হাঙর-গবেষকরা জানাচ্ছেন, এমন ঘটনা বিরল নয়। সাধারণত এক হাঙর অন্যের সীমানার মধ্যে যায় না। অ্যাকোয়ারিয়ামে সেই সীমানা ভাগের সুযোগ কম। তাই পুরুষ হাঙরটি চলে আসে নারী হাঙরের কাছাকাছি। আর, তার পরেই ঘটে যায় দুর্ঘটনা।-সংবাদ প্রতিদিন
মন্তব্য চালু নেই