অবাক কাণ্ড, তরুণীর সঙ্গে ছাগলের ব্যায়াম!

কখনো কি শুনেছেন, মানুষের সঙ্গে ব্যায়াম করে ছাগল? না শুনলেও এবার শুনন তরুণীর সঙ্গে ছাগলের ব্যায়ামের গল্প। শরীর ফিট রাখতে, ফিগার ধরে রাখতে হাজারো কসরত।

জিমে ট্রেডমিলে দৌড়ানো থেকে সকাল-বিকেলে জগিং। বাদ যায় না কিছুই। কিন্তু এত যে এক্সারসাইজ

করেন, এভাবে কি কখনো এক্সারসাইজ করেছেন কেউ? যেভাবে করেন রাচেল ব্রাথেন।

ইন্টারনেটে যোগা সেনসেশন! সুইস কন্যা রাচেল ব্রাথেনের পরিচয় এটাই। জানেন কি, রাচেলের যোগাসনে তার সর্বক্ষণের সঙ্গী কে? পেনি লেন। একটা ছোট্ট ছাগল। এটি তার পোষ্য।

রাচেলের সার্ফার স্বামী ডেনিস গত খ্রিস্টমাসে তাকে এই ছাগলছানাটি উপহার দেন। তখন থেকেই রাচেলের সর্বক্ষণের সঙ্গী পেনি। ঘরে-বাইরে সর্বত্র। এমনকি রাচেল যখন যোগাসন করেন, তখনও তার গায়ের উপরই খেলা করে ছোট্ট পেনি। সত্যিই মজার ঘটনা, তাই না?



মন্তব্য চালু নেই