অবসরে পর্ন দেখেন কিমের বোন !

অবসরে কি করেন? বই পড়েন? গান শোনেন? বেড়াতে যান? কিন্তু এমনও কেউ আছেন যিনি অবসরে পর্ন ছবি দেখেন। আর সেটা প্রকাশ্যে বলতেও একটুও দ্বিধা নেই তাঁর। তিনি খোলে কার্দাশিয়ান। সম্পর্কে কিম কার্দাশিয়ানের বোন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে মার্কিনি তারকা জানিয়েছেন, “আমার পর্ন দেখতে দারুণ লাগে। অবসর সময়ে আমি পর্ন দেখি। আসলে সকলে পর্নের মজা ঠিক নিতে পারে না । আমার মনে হয় আমি সেটা পুরোপুরি নিতে পারি”।

মার্কিন দুনিয়া তথা গোটা বিশ্বে নগ্নতাকে এক অন্য মাত্রা দিয়েছেন কার্দাশিয়ান বোনেরা। ক’দিন আগে কিমকে নকল করে সোশাল মিডিয়ায় নগ্ন ছবি শেয়ার করেছিলেন খোলেও। ওজন কমিয়ে কিমকেও চ্যালেঞ্জও ছুঁড়েছেন তিনি। এ বার তাঁর এই সোজাসাপটা মন্তব্যে বেশ নড়েচড়ে বসেছে বিনোদন দুনিয়া। খবর-আনন্দবাজার



মন্তব্য চালু নেই