অবশেষে সেই ভিডিও নিয়ে মুখ খুললেন দীপিকা
ঠিক মাস খানেক আগের কথা। হঠাৎ বলিউড জগতে একটি বিশেষ ভিডিও নিয়ে রীতিমত তোলপাড় শুরু হয়েছিল। প্রায় সবার মুখে একই কথা- দীপিকা করেছে এই কাজ! এই রকম হাজারো সমালোচনা সহ্য করার পর অবশেষে সেই দুনিয়া তোলপাড় করা ‘মাই চয়েস’ ভিডিও নিয়ে মুখ খুললেন বলিউড জগতের অন্যতম সেরা জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাডুকোন।
ঐ ভিডিওটিতে যেটা ছিল সেটা হলো বিয়ের পূর্ববর্তী ও বৈবাহিক অবস্থায় অনৈতিক সম্পর্ক স্থাপনকে দীপিকা সায় দেন। আর তাতেই একদম দুনিয়া তোলপাড় হয়ে যায়।
এ বিষয়ে দীপিকা বলেন, ‘ভিডিওটি দেখে সবাই যে নেতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছে তা খুবই দুঃখ জনক। কারণ আমরা সকলেই জানি এই ভিডিও তৈরির উদ্দেশ্য কী ছিল। যখন হোমি এই চিত্রনাট্য নিয়ে আসে আমার কাছে তখনই আমি তাকে বলেছিলাম এখানে এমন কয়েকটি বাক্য আছে যার মাধ্যমে আমি পরিচিত নই। তবে এটা হোমির সৃষ্টিশীল কাজ। আমি এ নিয়ে কিছু বলতেও পারি না।’
এতদিন পরে এ নিয়ে কথা বলার কারণও দীপিকা জানান, এটা তার স্বভাবে নেই যে তিনি তৎক্ষণাৎ কোন কিছুতে তার প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
মন্তব্য চালু নেই