অবশেষে শ্রদ্ধাও মজলেন প্রিয়াঙ্কার আদর্শে!
বলিউড হট গ্লামার বলিউড ‘পিগি চপস’ নামে পরিচিত প্রিয়াঙ্কা চোপড়া যেন বলিউড অনস্ক্রিন খ্যাতির সাথে সাথে তারকাদের আদর্শ ‘আইকন’ বনে যাচ্ছেন প্রতিনিয়ত। আর সেই সিরিয়ালে সানি লিওন ও আনুশকা শর্মার পর এবার প্রিয়াঙ্কাকে আদর্শ মানছেন সদা লাস্যময়ী আরেক বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই বলেন শ্রদ্ধা, প্রিয়াঙ্কা আমার আদর্শ।
‘মেরি কম’ সিনেমায় প্রিয়াঙ্কার অভিনয়ে উচ্ছ্বসিত শ্রদ্ধা। সিনেমাটিতে তার অ্যাথলেটের অভিনয় দেখে সত্যিই তিনি রোমাঞ্চিত। এ প্রসঙ্গে শ্রদ্ধা বলেন, ‘মেরি কম’ দেখে আমি সত্যিই অনেক আনন্দ পেয়েছি। সিনেমাটিতে প্রিয়াঙ্কার হৃদয় ও চোখ আবেগে ভরপুর ছিল।
‘হায়দার’ খ্যাত এ অভিনেত্রী বলেন, প্রিয়াঙ্কা আমার আদর্শ এবং ভবিষ্যতে আমি অনেক সময় নিয়েই তার সাথে দেখা করতে চাই। আমি জানতে চাই, এ ধরনের চরিত্রগুলো সে কিভাবে ফুটিয়ে তোলে। এছাড়া আরও অনেক বিষয় প্রিয়াঙ্কার কাছ থেকে শিখতে চান বলেও জানান শ্রদ্ধা।
সূত্র: হিন্দুস্থান টাইমস
মন্তব্য চালু নেই