অবশেষে শাহাদাতকে নিয়ে পাপন দিলেন মহা দুঃসংবাদ!

শিশু গৃহকর্মী হ্যাপীকে নির্যাতনের পর বলতে গেলে অনেকটা ফেঁসে গেছেন জাতীয় দলের পেসার শাহাদাত হোসেন রাজীব। তার এ হীন পরিচয় পাওয়ার পর থেকে একে একে ক্রীড়া পরিজন থেকে শুরু করে শেষ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিবি পর্যন্ত তার পাশ থেকে দূরে সরে গেছে। তার এ বিষয় নিয়ে বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন সাফ জানিয়ে দিলেন, মামলা নিষ্পত্তি না হওয়া শাহাদাত হোসেন কোন ধরনের ক্রিকেট খেলতে পারবেন না।

গতকাল শনিবার সন্ধ্যায় ঢাকা প্রিমিয়ার বিভাগ ক্রিকেট লিগ চ্যাম্পিয়ন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের উদ্যোগে ক্রিকেটারদের সংবর্ধনা অনুষ্ঠানে বিসিবি সভাপতি সভাপতি বলেন, ‘এমন কিছু যদি সে করে থাকে তবে সেটা অতি জঘন্য কাজ। তার মামলা সংক্রান্ত ব্যাপারে বিসিবি পাশে থাকবে না। আর মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে খেলতেও দেওয়া হবে না।’

পাপন আরো জানান বিসিবি থেকে এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা আসবে। এর ফলে ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট থেকে অলিখিতভাবে নিষিদ্ধই হয়ে গেলেন ক্রিকেটার শাহাদাত।



মন্তব্য চালু নেই