অবশেষে মুক্তি পেলেন সোহেল
অবশেষে জামিনে মুক্তি পেলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।
ছাত্রদলের সহ-সভাপতি আবু আতিক আল হাসান মিন্টু এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে হাবিব-উন-নবী খান সোহেলের মুক্তির খবর শুনে দুপুর থেকেই দলের নেতাকর্মীরা কেরানীগঞ্জ কারাগারের আশপাশ এলাকায় জড়ো হন। সোহেলের মুক্তির পর বিজয় মিছিলও করেন তারা। অনেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এর আগে তার আইনজীবী মোস্তফা সারওয়ার বলেন, হাবিব-উন-নবী খান সোহেলের বিরুদ্ধে থাকা ১৪৩ মামলায় আগেই জামিন পেয়েছেন। সর্বশেষ রমনা থানায় দায়েরকৃত একটি মামলায় হাইকোর্ট তাকে জামিন দিয়েছেন। ফলে তার মুক্তিতে আর কোনো বাধা নেই।
উল্লেখ্য, গত ৯ অক্টোবর নাশকতার বিভিন্ন মামলায় ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন সোহেল। আদালত জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এছাড়া সব মামলায় জামিন পেয়ে গত ৬ মার্চ তিনি কারাগার থেকে মুক্তি পান। তবে সেদিনই কারাফটক থেকে তাকে আবারও আটক করা হয়। পরদিন রমনা থানায় ২০১৫ সালে দায়েরকৃত এ মামলায় গ্রেফতার দেখানো হয়।
মন্তব্য চালু নেই