অবশেষে ফেসবুকে যুক্ত হলো নতুন ৬ বাটন
অবশেষে ফেসবুকে যুক্ত হয়েছে অনুভূতি প্রকাশের ৬টি নতুন বাটন। ফলে এখন শুধু লাইক কিংবা কমেন্ট করেই নয় নতুন নতুন ইমোজি বা বাটনে করা যাবে নিজস্ব অনুভূতিরও প্রকাশ।
ফেসবুকে যুক্ত নতুন ৬টি বাটন হলো- ‘লাইক’, ‘লাভ’, ‘হাহা’, ‘ওয়াও’, ‘স্যাড’ এবং ‘অ্যাংরি’। এই বাটনগুলোর মধ্য দিয়ে ফেসবুক ব্যবহারকারীরা তাদের অনুভূতিগুলো প্রকাশ করতে পারবে।
কোনো পোস্টে এ ধরনের ইমোজি যোগ করতে হলে মোবাইল অ্যাপে পোস্টের নিচে নির্দিষ্ট জায়গায় চেপে ধরতে হবে। আর কম্পিউটারে ফেসবুক পোস্টের নিচে লাইক বাটনের ওপরে মাউস নিয়ে গেলেই (হোভার) ইমোজিগুলো দেখাবে।
সম্প্রতি ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ তার ফেসবুক পোস্টে এই রি-অ্যাকশনস’ বাটন চালুর ঘোষণা দিয়েছিলেন।
মন্তব্য চালু নেই