অবশেষে প্রেসক্লাবে সমাবেশ করবে বিএনপি

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুমতি না পাওয়ায় অবশেষে জাতীয় প্রেস ক্লাবেই বিক্ষোভ সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মহানগর বিএনপি। রোববার দুপুর ২টায় এ সমাবেশ শুরু হওয়ার কথা।

বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ শনিবার সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘আমরা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিক্ষোভ সমাবেশ করতে চেয়েছিলাম। কিন্তু অনুমতি না পাওয়ায় সেটা সম্ভব হচ্ছে না। এখন জাতীয় প্রেস ক্লাবে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।’

হাইকোর্টে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাজা হওয়ার প্রতিবাদে শনিবার ঢাকা মহানগরীসহ দেশের সব মহানগর ও জেলা শহরে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিলের কর্মসূচি ঘোষণা করে দলটি। গত শুক্রবার (২২ জুলাই) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন। তবে ঢাকার কোথায় এ কর্মসূচি পালিত হবে তা সেসময় জানাননি তিনি।

জানা যায়, বিক্ষোভ সমাবেশের জন্য ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনের চেয়ে ওইদিনই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করে ঢাকা মহানগর বিএনপি। একইসঙ্গে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাছেও আবেদন করে তারা।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির এক নেতা শুক্রবার রাতে বলেন, ‘বিক্ষোভ সমাবেশের জন্য আমাদেরকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তন দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গড়িমসি করছে। এছাড়া ডিএমপি থেকেও অনুমতি দেয়া হচ্ছে না।’

এদিকে, শনিবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে রুহুল কবির রিজভী বলেন, ‘আমরা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিক্ষোভ সমাবেশ করতে চেয়েছিলাম। কিন্তু কর্তৃপক্ষ গড়িমসি করছে। তাছাড়া ডিএমপির অনুমতিও পাওয়া যাচ্ছে না। তবে আমরা এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছি।’



মন্তব্য চালু নেই