অবশেষে প্রকাশিত হলো আলোচিত হ্যাপির সেই ভিডিও (ভিডিও সহ)

অবশেষে প্রকাশিত হলো আলোচিত মডেল হ্যাপির সেই মিউজিক ভিডিও। বৃহস্পতিবার রাতে হ্যাপি নিজের ফেসবুক অ্যাকাউন্টে ভিডিওটি পোস্ট করেছেন।

হ্যাপির দ্বিতীয় এই মিউজিক ভিডিও পরিচালনা করেছেন রাশেদ মজুমদার। গানটিতে কণ্ঠ দিয়েছেন ফাহিম এবং কনা।

happy1-1418496764 happy-1419061899 happy

সূত্র জানায়, তরুণ গায়ক ফাহিম ইসলামের ‘বলছি তোমায়’ অ্যালবামের ‘জানি তুমি আসবে ফিরে’ গানটির মিউজিক ভিডিওতে মডেল হিসেবে অভিনয় করছেন হ্যাপি। গানটির সংগীতায়োজন করেছেন জুয়েল মোর্শেদ।

রাজধানীর অদূরে পুবাইলে এ মিউজিক ভিডিওটির দৃশ্য ধারণ করা হয়েছে। এর আগে প্রবাসী সংঙ্গীত শিল্পী তানভীর শাহিনের ‘দু চোখ’ গানটিতে মডেল হয়েছিলেন হ্যাপি। শিমুল হাওলাদারের পরিচালনায় সেই মিউজিক ভিডিওর মাধ্যমেই মূলত আলোচনায় আসেন ‌তিনি।



মন্তব্য চালু নেই